আন্তর্জাতিক

অর্ধশতাধিক যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ায় বিমান নিখোঁজ

জাকার্তা থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে উড়াল দেয়ার চার মিনিটের মধ্যে কন্ট্রোল রুমের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ইন্দোনেশিয়ার শ্রীবিজয়া এয়ারের একটি বিমান।

দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি শনিবার রাজধানী জাকার্তা থেকে পশ্চিমাঞ্চলের প্রদেশ কালিমান্তানের পন্তিয়ানাকেতে যাচ্ছিল।

মন্ত্রণালয়ের মুখপাত্র আদিতা ইরাবতি জানান, জাকার্তা থেকে বোর্নিও দ্বীপের পন্তিয়ানাকগামী শ্রীবিজয়া এয়ারের এসজেওয়াই১৮২ নম্বরের একটি বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিমানটির সঙ্গে সবশেষ যোগাযোগ হয় স্থানীয় সময় দুপুর আড়াইটায়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, শ্রীবিজয়ার এসজে ১৮২ ফ্লাইটটি জাকার্তা থেকে উড়াল দেয়ার প্রায় চার মিনিটের মধ্যে ১০ হাজারের বেশি ফুট উচ্চতায় পৌঁছায়। সেখানে এক মিনিটের কম অবস্থানের পরই নিখোঁজ হয়।

বিমানটিতে ঠিক কতজন যাত্রী ও ক্রু ছিল সে ব্যাপারে নির্দিষ্ট কিছু জানা যায়নি। তবে কর্মকর্তাদের বরাতে ইকনোমিক টাইমস জানিয়েছে, বিমানটিতে ৬২ যাত্রী ছিল।

বিমানটির যাত্রী ধারণক্ষমতা প্রায় ১৩০ জন। জাভা সাগর পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে বিমানটির সময় লাগতো প্রায় দেড় ঘণ্টা।

জাকার্তার উপকূলের মৎসজীবীরা স্থানীয় এক টেলিভিশনকে জানান, তারা কিছু ধ্বংসাবশেষ পেয়েছেন। কিন্তু এসব নিখোঁজ বিমানের কি না এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে ২০১৮ সালের অক্টোবরে বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটে ইন্দোনেশিয়ায়। তখন লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের একটি বিমান জাভা সাগরে বিধ্বস্ত হলে ১৮৯ যাত্রীর মৃত্যু হয়। বিমানটি উড্ডয়নের প্রায় ১২ মিনেটের মাথায় কন্ট্রোল রুমের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button