
বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা বাদ দিয়ে বিশেষ বিবেচনায় ভাইভা নেওয়ার দাবি চলছে। এর জেরে আইনমন্ত্রীর বাসার সামনে অবস্থান নিয়েছেন শিক্ষানবিশ আইনজীবীরা।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের সামনে তারা সমাবেশ করেন। এখানে তারা দাবি উপস্থাপন করেন।
পরে দুপুর সাড়ে তিনটার দিকে আইনমন্ত্রীর বনানীর বাসভবনের সামনে অবস্থান নেয় তারা।
অবস্থান কর্মসূচির আহ্বায়ক ফজলে রাব্বী স্মরণ বলেন, আমাদের এ অবস্থানকে আপনারা ধর্মঘট বলতে পারেন, বিক্ষোভ বলতে পারেন, কোনো সমস্যা নাই। মূল কথা, আমরা আজ একটা ফলাফল নিয়ে এখান থেকে উঠব৷ এই ঘেরাও কর্মসূচি আমরা অব্যাহত রাখব।