ক্রীড়া

আইপিএলে কোটিপতি ক্রিকেটার…

আইপিএল নিলাম শুরু হওয়ার আগেই কিউই পেসার কাইল জেমিসন জানিয়ে দিয়েছিলেন, রাত জেগে নিলাম অনুষ্ঠান দেখার ইচ্ছা নেই তাঁর।

সে হিসেবে এই পেসার যখন সকালে ঘুম থেকে উঠেছেন, নিজেকে আবিষ্কার করেছেন কোটিপতি হিসেবে। বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে কিনেছে ১৫ কোটি রুপি দিয়ে। জেমিসনের মতো একাধিক ক্রিকেটারের ভাগ্যের পরিবর্তন ঘটেছে গতকাল। একদম রাতারাতিই বলা চলে। অবশ্য যেদিন আইপিএলের নিলাম হয়, সেদিন এমনটা হওয়াই স্বাভাবিক! কেউ হয়ে যান কোটিপতি, কারও কপালে জোটে না ফুটো পয়সাও।

এভাবে রাতারাতি কোটিপতি বনে যাওয়া ক্রিকেটারদের দেখে নিতে পারেন:

  • ক্রিস মরিস – পেস অলরাউন্ডার (১৬.২৫ কোটি রুপি, রাজস্থান রয়্যালস)
  • কাইল জেমিসন – পেসার (১৫ কোটি রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
  • গ্লেন ম্যাক্সওয়েল – স্পিন অলরাউন্ডার (১৪.২৫ কোটি রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
  • ঝাই রিচার্ডসন – পেসার (১৪ কোটি রুপি, পাঞ্জাব কিংস)
  • কৃষ্ণপ্পা গৌতম – স্পিন অলরাউন্ডার (৯.২৫ কোটি রুপি, চেন্নাই সুপার কিংস)
  • রাইলি মেরেডিথ – পেসার (৮ কোটি রুপি, পাঞ্জাব কিংস)
  • মঈন আলি – স্পিন অলরাউন্ডার (৭.৫ কোটি রুপি, চেন্নাই সুপার কিংস)
  • ড্যানিয়েল ক্রিশ্চিয়ান – পেস অলরাউন্ডার (৪.৮ কোটি রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
  • টম কারেন – পেস অলরাউন্ডার (৫.২৫ কোটি রুপি, দিল্লি ক্যাপিটালস)
  • শাহরুখ খান – ব্যাটসম্যান (৫.২৫ কোটি রুপি, পাঞ্জাব কিংস)
  • নাথান কোল্টার-নাইল – পেসার (৫ কোটি রুপি, মুম্বাই ইন্ডিয়ানস)
  • শিভাম দুবে – পেস অলরাউন্ডার (৪.৪ কোটি রুপি, রাজস্থান রয়্যালস)
  • মোজেস হেনরিকেস – পেস অলরাউন্ডার (৪.২ কোটি রুপি, পাঞ্জাব কিংস)
  • সাকিব আল হাসান – স্পিন অলরাউন্ডার (৩.২ কোটি রুপি, কলকাতা নাইট রাইডার্স)
  • অ্যাডাম মিলনে – পেসার (৩.২ কোটি রুপি, মুম্বাই ইন্ডিয়ানস)
  • পীযুশ চাওলা – স্পিনার (২.৪ কোটি রুপি, মুম্বাই ইন্ডিয়ানস)
  • স্টিভ স্মিথ – ব্যাটসম্যান (২.২ কোটি রুপি, দিল্লি ক্যাপিটালস)
  • হরভজন সিং – স্পিনার (২ কোটি রুপি, কলকাতা নাইট রাইডার্স)
  • স্যাম বিলিংস – উইকেটকিপার ব্যাটসম্যান (২ কোটি রুপি, দিল্লি ক্যাপিটালস)
  • কেদার যাদব – স্পিন অলরাউন্ডার (২ কোটি রুপি, সানরাইজার্স হায়দরাবাদ)
  • মুজিব–উর–রেহমান – স্পিনার (১.৫ কোটি রুপি, সানরাইজার্স হায়দরাবাদ)
  • ডেভিড মালান – ব্যাটসম্যান (১.৫ কোটি রুপি, পাঞ্জাব কিংস)
  • চেতন সাকারিয়া – পেসার (১.২ কোটি রুপি, রাজস্থান রয়্যালস)
  • মোস্তাফিজুর রহমান – পেসার (১ কোটি রুপি, রাজস্থান রয়্যালস)
  • উমেশ যাদব – পেসার (১ কোটি রুপি, দিল্লি ক্যাপিটালস)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button