প্রযুক্তি

আগামি বছর ফোল্ডেবল স্মার্টফোনের

২০২১ সাল ফোল্ডেবল ডিভাইসের জন্য একটি অসাধারণ বছর হবে। বিশেষ করে আগামী বছরের দ্বিতীয়ার্ধ।

আগামী বছর অপো, ভিভো, শাওমি ও গুগলের ফোল্ডেবল স্মার্টফোন বাজারে পাওয়া যাবে। আলোচনায় থাকবে স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড৩, জেড ফ্লিপ২ ও জেড ফ্লিপ লাইট।

নতুন এ প্রতিযোগিতার বাজারে চীনের কোম্পানিগুলো ঝাঁপিয়ে পড়তে তাতে অবাক হওয়ার কিছু নেই। তবে গুগলও যুক্ত হবে এই তালিকায়। গুগল একটি ফোল্ডেবল পিক্সেল ফোন উন্মোচন করতে পারে। অপো, ভিভো ও শাওমি মোট চারটি ফোল্ডেবল আনতে পারে।

ইয়াং ফোল্ডেবল স্মার্টফোনের তালিকায় রোলেবল মডেলও থাকতে পারে বলে জানিয়েছেন। আসতে পারে অপো এক্স ২০২১ ধারণার ফোনও! এখন শুধু অপেক্ষার পালা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button