
চলতি মাসের শেষ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ ফেব্রুয়ারি)। সেদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে দেশের পুঁজিবাজারের লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকরা।
জানা গেছে, প্রতিবছরের মতোই আগামী ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। কর্তৃপক্ষ শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে। পর দিন যথারীতি পুঁজিবাজারে লেনদেন চলবে।
সরকারি ছুটি থাকায় পুঁজিবাজারের পাশাপাশি ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।
দেশের সব জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।