বিনোদন ভুবন

আজাদ রহমান স্মরণে খেয়াল উৎসব

বাংলা খেয়ালের উদ্যোক্তা ও কিংবদন্তী সংগীত ব্যক্তিত্ব আজাদ রহমানকে স্মরণ করে শুরু হচ্ছে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলা খেয়াল উৎসব ২০২১’।

আজাদ রহমানের হাত ধরে চ্যানেল আইয়ে শুরু হয়েছিলো বাংলা খেয়াল উৎসবের আসর। গত বছর মৃত্যুবরণ করেন উৎসবের অন্যতম আয়োজক, বাংলা খেয়ালের উদ্যোক্তা, সংগীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আজাদ রহমান।

এবারের আসর ৩১ জানুয়ারি বিকেল ৫.২০ মিনিট থেকে শুরু হয়ে চলবে ১ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত।

বাংলা খেয়াল উৎসব নিয়ে রাজধানীর তেজগাঁও চ্যানেল আই ভবনে আজ শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ওস্তাদ করিম শাহাবুদ্দিন, ড. অসীত রায়, প্রয়াত আজাদ রহমানের সহধর্মিনী সেলিনা আজাদ, অধ্যাপক ড. নাশিদ কামাল ও অনীল কুমার সাহা প্রমুখ।

শাইখ সিরাজ বলেন, এবারের আয়োজনটি অন্য যেকোন বছরের তুলনায় একটু ভিন্নতর। এ বছর করোনা পরিস্থিতির কারণে আমাদের জীবন যাত্রায় যেমন পরিবর্তন এসেছে ঠিক তেমন গত এক বছরে আমরা অনেক বিশিষ্ট ব্যক্তিত্বকে হারিয়েছি। যাদের অন্যতম একজন হলেন এই বাংলা খেয়ালের উদ্যোক্তা প্রয়াত আজাদ রহমান। এ বছর তার স্মরণেই সব শিল্পী ও অনুষ্ঠান আয়োজনের উদ্যোক্তাদের নিয়ে শুরু হবে আসরটি।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button