আন্তর্জাতিকপ্রধান প্রতিবেদন

আবারও ক্ষমতায় আসছেন মমতা

করোনার দ্বিতীয় ঢেউয়ে পর্যুদস্ত ভারত। এরই মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে চলছে বিধানসভার ভোট। গতকাল অষ্টম দফা ভোটের মধ্য দিয়ে শেষ হয়েছে সে নির্বাচন। নির্বাচন শেষ হওয়ার পরই বুথফেরত জরিপ আসতে শুরু করেছে। তাতে তৃতীয়বারের মতো মমতার নেতৃত্বে তৃণমূলের সরকার গড়ার আভাস মিলছে।

ভারতীয় টেলিভিশন এনডিটিভির বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস ১৫৬টিতে জয় পেতে যাচ্ছে। অন্যদিকে জরিপ অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি ১২১টি আসন পেতে যাচ্ছে। কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার (এবিপি) জরিপেও ফের তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সরকার গড়বে বলে আভাস পাওয়া যাচ্ছে। এবিপির জরিপ অনুযায়ী তৃণমূলের ভোটের হার হতে পারে ৪২ শতাংশ। আসন পেতে পারে ১৫২ থেকে ১৬৪টি।

আরেক সংবাদমাধ্যম টাইমস নাওয়ের বুথফেরত জরিপেও তৃণমূলের জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর সমীক্ষা অনুযায়ী তৃণমূল পেতে পারে ১৫৮টি আসন, বিজেপি ১১৫ আর বামজোট ১৯টি আসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button