প্রধান প্রতিবেদন

আবারও সোনালি আঁশের দেশ হবে বাংলাদেশ: বস্ত্র ও পাটমন্ত্রী

বিশ্বের বুকে বাংলাদেশকে আবারও সোনালি আঁশের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

আজ রোববার (২০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) নেতাদের সঙ্গে আলোচনায় মন্ত্রী কথাগুলো বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বিশ্বের সেরা মানের পাট উৎপাদন করে। তাই এ পাটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে সরকার কাজ করছে।

গোলাম দস্তগীর বলেন, পাট শিল্পের বিশ্বব্যাপী সম্প্রসারণে সরকার ২৮২ প্রকার দৃষ্টিনন্দন পাটপণ্যকে বহুমুখি পাটজাত পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে।

কাঁচাপাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রফতানি বৃদ্ধি, দেশের অভ্যন্তরের পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি, পাটের ন্যায্যমূল্য নির্ধারণ ও পরিবেশ রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, কাঁচাপাট রফতানিতে সরকার বাধা দেবে করবে না। এখাতের নানামুখি সমস্যা সম্পর্কে সরকার সচেতন রয়েছে।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিনা ইয়াসমিন, বাংলাদেশ জুট এসোসিয়েশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আরজু রহমান ভূইয়াসহ বাংলাদেশ জুট এসোসিয়েশনের নেতৃাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button