আবার ছেলেসন্তানের মা হয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা বিউটি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি বিষয়টি জানান।
ছেলের ছবিসহ পোস্টের ক্যাপশনে বিউটি লেখেন, ‘আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ পাকের দরবারে লাখো-কোটি শুকরিয়া আদায় করি। গত ২ নভেম্বর আমার ঘর আলো করে আমাদের দ্বিতীয় পুত্রসন্তান নাসিক আহমেদ এই পৃথিবীতে আগমন করেছে।’
করোনা মহামারির সময়ে সন্তানের আগমন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ২০০৫ সালের ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার দ্বিতীয় রানার আপ বিউটি।
এ বিষয়ে পোস্টে তিনি লেখেন, ‘যখন সোনা বাবার আগমনের খবর জানতে পারি, তখন পুরো পৃথিবীজুড়ে করোনা মহামারি হিসেবে ছড়িয়ে পড়েছে। এ সময় আমার ভয় ও চিন্তাটাও একটু বেশি ছিল।’
তিনি সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
হাসান ফেরদৌস আহমেদের সঙ্গে ২০১১ সালে সংসার শুরু হয় বিউটির। তাদের প্রথম সন্তান নাজিব আহমেদ রায়াতের জন্ম হয় ২০১৬ সালের ৭ মার্চ।