ক্রীড়া

আমরা জেতার জন্যই মাঠে নামব: মুমিনুল

প্রায় এক বছর পর আগামীকাল বুধবার (২ ফেব্রুয়ারি) ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

কয়েকদিন আগে রঙিন পোশাকের লড়াইয়ে সফরকারী দলকে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা।

তবে ওয়ানডেতে হারলেও সাদা-পোশাকের লড়াইটা যে কঠিন হতে যাচ্ছে প্রস্তুতি ম্যাচে সে আভাস দিচ্ছে সফরকারীরা। তা ছাড়া করোনা বিরতি কাটিয়ে এ ফরম্যাটে এরই মধ্যে খেলেছে ক্যারিবীয়রা।

তবু বিরতি কাটিয়ে টেস্টে ফেরার ম্যাচে জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের প্রতিটি সেশন সফল হয়ে মূল লক্ষ্যে পৌঁছাতে বদ্ধপরিকর স্বাগতিকরা। মূল লড়াইয়ের আগের দিন সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

আজ মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘অবশ্যই মাঠে নামার সময় আমরা প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করি না। নিজেরা নিজেদের ভালোটা বের করার চেষ্টা করি। সেশন বাই সেশন সফল হওয়ার চেষ্টা করি। এ ক্ষেত্রেও তাই হবে। আমরা জয়ের জন্যই মাঠে নামব।’

দীর্ঘদিন পর এ ফরম্যাটে খেলার জন্য খেলোয়াড়রা কতটা ফিট- এই প্রশ্নের জবাবে মুমিনুল বলেন, ‘এক বছর পর আমরা মাঠে ফিরছি এটা ঠিক। আমরা টেস্ট খেলিনি। তবে বোর্ড কিন্তু ভালো সুযোগ করে দিয়েছে। যেমন– বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। দুটি টুর্নামেন্টই খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আর করোনায় আক্রান্ত হয়েছি চার-পাঁচ মাস হয়ে গেছে। এত দিনের প্রস্তুতিতে আশা করি ওভারকাম হয়েছে। আমার টিমের প্রতিটি খেলোয়াড়েরই এখন ফিটনেস লেভেল ভালো।’

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, ১১ ফেব্রুয়ারি থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button