আল জাজিরার প্রতিবেদন তথ্যভিত্তিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, “এটা হলুদ সাংবাদিকতা। এগুলো সাংবাদিকতার নীতির ভেতরে পড়ে না।”
আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরঝিলে পুলিশ প্লাজায় নৌ পুলিশের কার্যালয়ে অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আমি মনে করি আল-জাজিরা যেটা করেছে, তাদের একটা উদ্দেশ্য ছিল। সে উদ্দেশ্য নিয়েই এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। আমরা মনে করি, এগুলো ভিত্তিহীন এবং দেশবিরোধী একটি ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ও আইএসপিআর জবাব দিয়েছে।’
ভেজাল মদ্যপানে মানুষের মৃত্যুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কিছু অসাধু ব্যবসায়ীরা যারা এগুলো করছেন। তারা মাঝে মাঝেই ভেজাল মিশ্রিত করে থাকেন। আমাদের ডিবি পুলিশ তাদের সবগুলোকে শনাক্ত করেছে। কোথায় কীভাবে ভেজাল হচ্ছে। তাদের ধরে ফেলেছে।”
মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘মিয়ানমারের কী করছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে মিয়ানমারের সীমান্তে আমাদের নজরদারি রয়েছে।”