প্রযুক্তি

আসছে ডুয়েল স্পটলাইট স্মার্টফোন ভিভো ভি২১

শখের বশে রাতের শহর কিংবা পার্টিতে বন্ধুদের সঙ্গে হয়তো একটি সেলফি তুললেন। পরে দেখলেন, ছবিতে ‌’ডিটেইল’ নেই। সামনের মুখটি দেখা গেলেও, বাকি মুখগুলো অন্ধকার, অস্পষ্ট।

রাত কিংবা অন্ধকারে ছবি তুলতে বেশ বেগ পেতে হয় স্মার্টফোন ব্যবহারকারীদের। এ সমস্যা সমাধানে স্মার্টফোন ব্যবহারকারীদের অনেকে ব্যবহার করেন ফ্ল্যাশলাইট ও নাইট সেলফি ক্যামেরার মতো প্রযুক্তি। তবে এতেও সমস্যার সঠিক সমাধান হয় না। ফ্ল্যাশলাইটে ছবি বা চোখ ঝলসে যাওয়ার ঘটনাও ঘটে অহরহ।

এসব সমস্যা থেকে মুক্তি দিতে নতুন প্রযুক্তি এনেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো- ডুয়েল স্পটলাইট প্রযুক্তি। ভিভোর নতুন স্মার্টফোন ভি২১-তে যুক্ত হবে এ প্রযুক্তি।

ভিভো ভি২১-এর ডিসপ্লের একেবারে ওপরে যুক্ত করা হয়েছে দুইটি লাইট। অন্ধকারে সেলফি তোলার আগে এ স্পটলাইটগুলো জ্বালিয়ে পরিস্কার ও ডিটেইলসহ চমৎকার সেলফি পাওয়া যাবে। ফ্ল্যাশলাইটের মতো হঠাৎ জ্বলে না বলে, এতে ঝাপসা বা চোখ বন্ধ ছবিও আসবে না।

ডুয়েল স্পটলাইটের কারণে ভিভো ভি২১ স্মার্টফোনে তোলা ছবি ১৫ লাক্স পর্যন্ত উজ্জ¦ল হবে।

ছবি তোলা ছাড়াও ডুয়েল স্পটলাইট ব্যবহার করা যাবে আরও তিনটি অ্যাপে- হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইন্সটাগ্রামে। ভিডিও কলে কথা বলার সময় তাই অন্য কাউকে বিরক্ত না করেও স্পষ্ট যোগাযোগ করা যাবে।

মজার ব্যাপার হলো, এ দুইটি স্পটলাইট ব্যবহারের জন্য কোনো বাড়তি জায়গা নেয়নি ভিভো। ভি২১-এর ব্যাজেলের ওপর এমনভাবে লাইটদুটো বসানো হয়েছে যাতে একটুও কমেনি স্মার্টফোনের সৌন্দর্য।

ডুয়েল স্পটলাইটসহ আরও বেশ কয়েকটি প্রযুক্তির কারণে ইতোমধ্যে ভিভো ভি২১ বিপুল সুনাম কুড়িয়েছে পার্শ্ববর্তী দেশগুলোয়। এবার বাংলাদেশেও আসছে ভিভোর নতুন এ স্মার্টফোন। তবে কবে নাগাদ স্মার্টফোনটি দেশের বাজারে আসবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি ভিভো বাংলাদেশের পক্ষ থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button