আন্তর্জাতিক

ইংল্যান্ডে ফের লকডাউন, এবার ছয় সপ্তাহ

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ইংল্যান্ডে ছয় সপ্তাহের লকডাউন জারি করা হয়েছে।

দেশটির পাঁচ কোটি ৬০ লাখ লোকের জন্য প্রধানমন্ত্রী বরিস জনসন এ ঘোষণা দিয়েছেন। লকডাউনকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

দেশটিতে করোনা সংক্রমণ তীব্র হওয়ায় হাসপাতালগুলোয় শিগগীরই অচলাবস্থা সৃষ্টি হতে পারে। টেলিভিশন ভাষণে জনসন করোনার দুটি টিকাকরণের প্রসঙ্গ টেনে বলেন, মধ্য ফেব্রুয়ারি নাগাদ সব অগ্রাধিকার গ্রুপ টিকা পেয়ে যাবে।

তিনি আরো জানান, বুধবার থেকে কার্যকর হওয়া লকডাউন মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।

জীবন ও জাতীয় স্বাস্থ্য সেবার প্রয়োজনে এ লকডাউন জারি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

করোনা প্রতিরোধে আরো কঠোর পদক্ষেপ নেয়ার বিষয়ে জনসনের ওপর বিজ্ঞানী ও বিরোধী পার্টির চাপ ছিল। এ ছাড়া জরুরি পদক্ষেপ না নিলে করোনা রোগীর চাপে স্বাস্থ্য সেবা খাত ২১ দিনের মধ্যে মুখ থুবড়ে পড়বে বলেও সতর্ক করা হয়েছিল।

দেশটিতে ৪ জানুয়ারি ২৬ হাজার ৬২৬ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়, যা এক সপ্তাহ আগের একইদিনের তুলনায় ৩০ শতাংশ বেশি। এ ছাড়া গত এক সপ্তাহ ধরে দেশটিতে প্রতিদিন ৫০ হাজারেরও বেশি করে লোক করোনায় আক্রান্ত হচ্ছে।

ইংল্যান্ডে বর্তমানে দুটি টিকা দেয়া হচ্ছে। একটি ফাইজার-বায়োএনটেকের। অপরটি অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button