পাঠকক্ষ

ইউজিসির সুদহীন ঋণ পাচ্ছে কুবির ৬৩৪ শিক্ষার্থী

অসচ্ছল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে ফেরাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুদহীন ঋণ পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৬৩৪ শিক্ষার্থী।

সম্প্রতি ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে দেশের ৩৯ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪১ হাজার ৫০১ অসচ্ছল শিক্ষার্থীকে সফটলোনের আওতায় স্মার্টফোন কেনার জন্য জনপ্রতি সর্বোচ্চ ৮ হাজার টাকা দেওয়া হবে।

২০২১ সালের ৩১ জানুয়ারির মধ্যে এ বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে।

ঋণের টাকা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন চারটি সমান কিস্তিতে অথবা এককালীন পরিশোধ করতে পারবেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের (ভারপ্রাপ্ত) বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের বিভাগীয় প্রধানের স্বাক্ষর সম্বলিত ৬৩৪ জন অসচ্ছল শিক্ষার্থীর যে তালিকা আমরা ইউজিসিতে পাঠিয়েছি, তারা সকলেই সুদহীন ঋণ পাবে।’

সুদহীন ঋণ দেওয়া ছাড়াও শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট দেওয়ার লক্ষ্যেও কাজ করে যাচ্ছে কুবি প্রশাসন। কুবি রেজিস্ট্রার এ বিষয়ে বলেন, ‘আমাদের কাছে গ্রামীণফোন ও রবি তাদের অফার নিয়ে এসেছিল। আগামী ২২ তারিখের ফিন্যান্স কমিটির মিটিংয়ে এই দুই কোম্পানির মধ্যে একটিকে চূড়ান্ত করব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button