প্রযুক্তি

ইউটিউব থেকে কেনাকাটার সুযোগ আসতে পারে

ভবিষ্যতে হয়ত অর্থ উপার্জনের ধরন বদলে যেতে পারে ইউটিউব কনটেন্ট নির্মাতাদের জন্য। কারণ সরাসরি ইউটিউব প্ল্যটফর্মেই পণ্য বিক্রি করার সুযোগ আনবে গুগল।

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, ইউটিউবকে ‘ওয়ান-স্টপ শপিং ডেসটিনেশন’ বানাতে চাইছে গুগল।

এ লক্ষে কনটেন্ট নির্মাতাদের সাহায্যও চেয়েছে প্রতিষ্ঠানটি। কিছু কনটেন্ট নির্মাতাকে তাদের পণ্য ইউটিউব প্ল্যাটফর্মে ট্যাগ করতে বলেছে তারা। গুগলের মূল লক্ষ, ইউটিউবে ব্যবহারকারী যা দেখবেন, তার সবই যেন ইউটিউব থেকে কিনতে পারেন। একই সময়ে ই-কমার্স প্ল্যাটফর্ম শপিফাইয়ের সঙ্গে নিজেদের নতুন সমন্বয় পরীক্ষা করে দেখছে ইউটিউব।

ইউটিউবের এ খবরটি প্রথমে জানিয়েছ, বাণিজ্য বিষয়ক মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। পরে ব্লুমবার্গের খবর সত্যি বলে নিশ্চিত করেছেন এক ইউটিউব মুখপাত্র। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, নির্মাতাদের চ্যানেলে কোন পণ্য দেখানো হচ্ছে, তার নিয়ন্ত্রণ নির্মাতাদের হাতেই থাকবে।

এ ব্যাপারে বাড়তি আর কোনো তথ্য দেয়নি ইউটিউব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button