আন্তর্জাতিক

ইয়েমেনে বিমানবন্দরে হামলা, নিহত অন্তত ২২

ইয়েমেনের নতুন মন্ত্রীপরিষদের সদস্যদের বহনকারী একটি বিমান লক্ষ করে রকেট হামলায় নিহত হয়েছেন অন্তত ২২ জন। আহত হয়েছেন আরও ৫০ জন। ইয়েমেনের স্বরাষ্ট্রমন্ত্রী এ খবর নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার সৌদি আরব সমর্থনপুষ্ট ইয়েমেনের নতুন সরকার রিয়াদ থেকে শপথ নিয়ে দেশে ফেরে। দেশটির দক্ষিণাঞ্চলের আডেন বিমানবন্দরে তাদের বিমান অবতরণ করার পর হামলা হয়।

বিমানটিতে দেশটির প্রধানমন্ত্রী মইন আব্দুলমালিক সাইদসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা ছিলেন। তবে এই হামলায় সরকারি কর্মকর্তাদের কেউ হতাহত হননি।

এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে হামলার জন্য হুথি বিদ্রোহীদের দায়ি করেছে ইয়েমেনের তথ্য মন্ত্রণালয়।

১৮ ডিসেম্বর দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ইয়েমেনের নতুন সরকার গঠিত হয়। সম্প্রতি সৌদি আরবে গিয়ে শপথ নেন এ সরকারের ২৪ মন্ত্রী। সেখানে তাদের শপথ পড়িয়েছেন ইয়েমেনি প্রেসিডেন্ট আবেদরাব্বো মনসুর হাদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button