অর্থনীতি

ঈদে উজ্জ্বল উপস্থিতি ক্যাটস আইয়ের পোশাকে

উৎসব যেহেতু রঙিন, তাই উজ্জ্বল নকশার নিরীক্ষাধর্মী আরামদায়ক কাপড়ের রেডি টু ওয়ার এনেছে ক্যাটস আই। গরমের কারণে পোশাকের নকশায় প্রাধান্য দেয়া হয়েছে আবহাওয়াকেও।

এবার তরুণীদের ঈদ পোশাকে লং কাটের কুর্তি, টপস সবকিছুতে আভিজাত্যের পাশাপাশি প্যাটার্নও থাকছে নিরীক্ষাধর্মী। ঈদের পাঞ্জাবি, শার্ট, পলো, বটমেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। থাকছে কাবলিরও বিশেষ কালেকশন।

ক্যাটস আইয়ের পরিচালক ও ডিজাইন বিভাগের প্রধান সাদিক কুদ্দুস বলেন, ‘ঈদে পাঞ্জাবি পরা হয় বড়জোড় দুপুর বা সন্ধ্যা রাত অব্দি। বাকি সময় বা রাতের কোন দাওয়াতে গেলে পোলো, শার্টের চাহিদাও থাকে ঈদে। এবার যেমন গরমের কারণে রঙ ও প্রিন্টের দিকে নজর দেয়া হয়েছে। প্যাটার্ন নিয়েও চলছে নানা ধরনের নিরীক্ষা। এছাড়া এ ধরনের পোশাক ঈদ ছাড়া সারা বছরই পরিধান করা যায়। ইদানিং পলো টি-শার্ট ও শার্টের ক্ষেত্রে এক রঙা, মাল্টিকালার, স্ট্রাইপ, ফ্লোরাল প্রিন্টও বেশ চলছে।’

উল্লেখ্য ঈদের নতুন পোশাক, নতুন পণ্যের ভিডিও, ফটোশ্যুট ছবি ও সাশ্রয়ী অফারের বিস্তারিত খোঁজ জানা যাবে ক্যাটস আইয়ের ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজে।

এছাড়া শোরুমে ক্যাটস আইয়ের সব পোশাকে মিলবে ২০ শতাংশ মূল্যছাড়। চাঁদ রাত পর্যন্ত চলবে এ ছাড়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button