চেক সিনেটর এবং চীন সম্পর্কিত আন্তঃসংসদীয় জোটের সহ-সভাপতি পাভেল ফিশার বলেছেন, ‘চীনা সরকার উইঘুর, তিব্বতী এবং অন্যান্যদের ওপর সবচেয়ে নির্মম নির্যাতন চালানোর সময় আমরা চুপ থাকতে পারি না।’ উইঘুর সংখ্যালঘুদের প্রতি চীনা সরকার ‘গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ’ চালিয়েছে ।
এদিকে, একটি প্রস্তাবে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে চেক সিনেট। চীন সম্পর্কিত আন্তঃসংসদীয় জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রস্তাবে চেক সরকারকে আসন্ন বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কটের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, বেলজিয়ামের সংসদ সদস্য এবং চীন সম্পর্কিত আন্তঃসংসদীয় জোটের সহ-সভাপতি স্যামুয়েল কোগোলাতি বলেছেন, উইঘুর এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে চীনা সরকার যে ভয়াবহ নির্যাতন চালিয়েছে, তাতে বিশ্ব ধীরে ধীরে জেগে উঠছে। চেক ভোট এর আরও একটি প্রমাণ।
প্রসঙ্গত, এর আগে যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশ উইঘুরদের প্রতি চীনের আচরণকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে।