
ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেশন শেষে এক উইকেট হারিয়ে ৮৪ রান তুলেছে তারা। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেন তাইজুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে উইকেটে আছেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েইট ও শেন মোসলি। ৩৬ রানে ফিরে গেছেন জন ক্যাম্পবেল।
তবে আগে ফিরতে পারতেন ক্যাম্পবেল। ম্যাচের নবম ওভারে আবু জায়েদ রাহির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছিলেন তিনি। আম্পায়ারও সাড়া দিয়েছিলেন। কিন্তু সেই যাত্রায় রিভিউ নিয়ে বেঁচে যান তিনি।
ইনিংসের ২১তম ওভারে গিয়ে অবশেষে ভাগ্য খোলে বাংলাদেশের। তাইজুলের বলে সুইপ করতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন ক্যাম্পবেল। এবার আর রিভিউ নিয়ে বাঁচতে পারেননি; ৩৬ রানে ফিরেছেন ড্রেসিং রুমে।
শেষ পর্যন্ত প্রথম সেশনে আর কোনো উইকেট পড়তে দেননি অধিনায়ক ব্র্যাথওয়েইট ও মোসলি।
দ্বিতীয় টেস্টে নিজেদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটে পড়া সাকিব আল হাসান ও সাদমান ইসলামের বদলে দলে এসেছেন মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকার। মুস্তাফিজুর রহমানের বদলে একাদশে এসেছেন আবু জায়েদ রাহি।