ক্রীড়া

উইন্ডিজ সিরিজ ভালো না হলে হতাশ হব: সাকিব

এক বছরের নিষেধাজ্ঞার পর ওয়েস্ট ইন্ডিজ সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। এ সিরিজের জন্য যুক্তরাষ্ট্র থেকে আজ রোববার দেশে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আজ সকাল দশটায় মা শিরীন আক্তারকে নিয়ে ঢাকায় পৌঁছান সাকিব। বিমানবন্দরে গণমাধ্যমকে জানিয়েছেন, উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ভালো করাটা স্বাভাবিক।

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ পেয়ে আনন্দিত সাকিব। সুযোগটার জন্য ধন্যবাদ দিলেন সফরকারী দলকে। বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যদি আমরা যদি ভালো না করি তা হতাশার হবে।’

যোগ করলেন, ‘আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরছি ভেবে ভালো লাগছে৷ কোন চাপ নেই৷ তবে সহজ হবে না আমার জন্য৷ চেষ্টা করবো আগের জায়গায় ফেরার। এই কামব্যাকটা আলাদা৷ শ্রীলঙ্কা যেতে পারিনি যা হতাশার৷ ওয়েস্ট ইন্ডিজকে ধন্যবাদ আসার জন্য।’

স্বাস্থ্যবিধি মেনে ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন সাকিব। অসুস্থ শ্বশুর মমতাজ আহমেদকে (৭২) দেখতে ১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। তিনি পৌঁছানোর আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উম্মে আহমেদ শিশিরের বাবা মমতাজ আহমেদ।

যুক্তরােষ্ট্রে প্রায় আড়াই সপ্তাহ কাটান সাকিব।

নতুন বছরের প্রথম দিন সুসংবাদ দিয়েছেন বিশ্বসেরা তিনি। ইনস্ট্যাগ্রামে ছবি দিয়ে জানান, তৃতীয়বারের মত বাবা হচ্ছেন তিনি।

সাকিব সবার দোয়া চান অনাগত সন্তানের জন্য। ‘নতুন সন্তানের খবর আনন্দের৷ সবার দোয়া চাই যেন বাচ্চা সুস্থ থাকতে পারে’, বলেন সাকিব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button