
৩৮ জনের বহর নিয়ে রোববার (১০ ডিসেম্বর) দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে বাংলাদেশে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ দল। তারা ওঠে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। সেখানেই তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রয়েছেন তারা।
বাংলাদেশের বিমানে চড়ার আগে দুইবার করোনা পরীক্ষা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্যদের। এতে করোনা পজিটিভ আসায় বাদ পড়েছেন দলটির রোমারিও শেপার্ড।
ঢাকায় আসার পর আরেকবার করোনা পরীক্ষা করা হয় দলের সবার। প্রথম পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে সবার।
অনুশীলনে নামার আগে দলের সদস্যদের আরও একবার করা হবে করোনা পরীক্ষা। এখানে নেগেটিভ এলে মাঠে নামতে পারবে সফরকারীরা। তবে তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। কেননা বাংলাদেশে আসার সময় ওয়েস্ট ইন্ডিজ দল ব্যবহার করেছিল ইংল্যান্ডের হিথরো এয়ারপোর্ট। ইংল্যান্ড থেকে আসা সবাকে থাকতে হচ্ছে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে।
ইংল্যান্ডের বিমানবন্দর ব্যবহার করায় ওয়েস্ট ইন্ডিজকেও ১৪ দিনে থাকতে হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। ইংল্যান্ড থেকে আসা বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জন লুইস ও ফাস্ট বোলিং কোচ ওটিস গিবসন রোববার থেকে শুরু হওয়া টাইগারদের অনুশীলনে এখনও যোগ দিতে পারেননি।
২০ জানুয়ারি মিরপুরে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ১৮ জানুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।