
উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন ২১ জুন, রোববার। এ দিন ঢাকার আকাশে সূর্য থাকে ১৩ ঘণ্টা ৩৭ মিনিট ১ সেকেন্ড।
পৃথিবীর বিভিন্ন দেশে দিনটি কর্কটক্রান্তি বা অয়ন দিবস হিসেবে পালিত হয়। বাংলাদেশেও বিভিন্ন বিজ্ঞান সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।
প্রতি বছর ২১ জুন সূর্য তার উত্তরায়নের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে, সর্বোচ্চ উত্তরে উদয় হয় ও সর্বোচ্চ উত্তরে অস্ত যায়।
কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মাঝখান দিয়ে চলে গেছে বলে এ দিনে বাংলাদেশের প্রায় সবখানে মধ্যাহ্নে সূর্য থাকে প্রায় মধ্যগগনে।