২০২০ সাল সবার জন্য বিষময় ছিল না। বিদায়ী বছরটার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল প্রযুক্তি কোম্পানিগুলোর উত্থান। বড় প্রযুক্তি কোম্পানির অবস্থান আরও বড় হয়েছে এ বছরে।
বিশ্বব্যাপী মহামারি ও বিস্তৃত অর্থনৈতিক সংকটের মধ্যেও এ বছরে যুক্তরাষ্ট্রের বড় সাত প্রযুক্তি সংস্থার মোট ৩ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূলধন বেড়েছে (১ ট্রিলিয়ন ১ লাখ কোটি)। প্রতিষ্ঠানগুলো হলো অ্যাপল, মাইক্রোসফট, আমাজন, অ্যালফাবেট, ফেসবুক, টেসলা ও এনভিডিয়া। খবর সিএনবিসির।
বিদায়ী বছরে অ্যাপলের আইফোনের বিক্রি বেড়েছে।মাইক্রোসফটের দলগত কাজে লাগে এমন পণ্যের কদর বেড়েছে। আমাজনের ই-কমার্স ব্যবসা ফুলেফেঁপে উঠেছে। ফেসবুক ও গুগলের অ্যাড ব্যবসা রমরমা ছিল। টেসলার শেয়ারের দর বেড়েছে নয় গুণ। চিপমেকার এনভিডিয়ার বাজারমূল্য বেড়ে দ্বিগুন হয়েছে।