প্রযুক্তি

এক বছরে সাত প্রযুক্তি কোম্পানির দাম বাড়ল ৩.৪ ট্রিলিয়ন ডলার!

২০২০ সাল সবার জন্য বিষময় ছিল না। বিদায়ী বছরটার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল প্রযুক্তি কোম্পানিগুলোর উত্থান। বড় প্রযুক্তি কোম্পানির অবস্থান আরও বড় হয়েছে এ বছরে।

বিশ্বব্যাপী মহামারি ও বিস্তৃত অর্থনৈতিক সংকটের মধ্যেও এ বছরে যুক্তরাষ্ট্রের বড় সাত প্রযুক্তি সংস্থার মোট ৩ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূলধন বেড়েছে (১ ট্রিলিয়ন ১ লাখ কোটি)। প্রতিষ্ঠানগুলো হলো অ্যাপল, মাইক্রোসফট, আমাজন, অ্যালফাবেট, ফেসবুক, টেসলা ও এনভিডিয়া। খবর সিএনবিসির।

বিদায়ী বছরে অ্যাপলের আইফোনের বিক্রি বেড়েছে।মাইক্রোসফটের দলগত কাজে লাগে এমন পণ্যের কদর বেড়েছে। আমাজনের ই-কমার্স ব্যবসা ফুলেফেঁপে উঠেছে। ফেসবুক ও গুগলের অ্যাড ব্যবসা রমরমা ছিল। টেসলার শেয়ারের দর বেড়েছে নয় গুণ। চিপমেকার এনভিডিয়ার বাজারমূল্য বেড়ে দ্বিগুন হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button