আন্তর্জাতিক

এক সপ্তাহের কম সময়ের মধ্যে পেরু পেল তৃতীয় প্রেসিডেন্ট

নতুন আরও একজন অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচন করেছে পেরুর কংগ্রেস। তাকে নিয়ে এক সপ্তাহের কম সময়ের মধ্যে দেশটি তৃতীয় রাষ্ট্রপ্রধান ফ্রানসিসকো সাগাস্তিকে পেল।

২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত দেশটির নেতৃত্ব দেবেন ৭৬ বছর বয়সী কংগ্রেস সদস্য সাগাস্তি।

গত সোমবার প্রেসিডেন্ট মার্টিন ভিজকারাকে ক্ষমতাচ্যুত করে বিরোধী দলের হাতে থাকা কংগ্রেস। ঘুষ গ্রহণের অভিযোগে অভিশংসিত হন ভিজকারা। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

মার্টিনের এ ক্ষমতাচ্যুতিকে কেন্দ্র করে পেরুজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভ চলাকালে অন্তত দুই জন নিহত ও অনেকে আহত হয়। তাকে সরানোর পর পেরুর অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেন কংগ্রেসের স্পিকার মানুয়েল ম্যারিনো। তার বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ। এ বিক্ষোভ দমনে পুলিশ শক্তি প্রয়োগ করলে পরিস্থিতি পাল্টে যায়। পুলিশি নিষ্ঠুরতার প্রতিবাদে তার নবগঠিত মন্ত্রিসভার ১২ সদস্য পদত্যাগ করলে চাপে পড়ে যান ম্যারিনো। সঙ্কট মোকাবেলায় তার গৃহীত পন্থা নিয়ে আইন প্রণেতাদের অসন্তোষ ও চাপে রোববার পদ ছাড়তে বাধ্য হন তিনি।

এরপর কংগ্রেসের ভোটে নির্বাচিত হয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পেরুর তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন সাগাস্তি।

কংগ্রেসের যে একমাত্র দল মার্টিন ভিজকারার অভিশংসনের বিরুদ্ধে ভোট দিয়েছিল তিনি সেই দলের লোক। প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ৬০ ভোট পাওয়ার পর তার ক্ষমতাপ্রাপ্তি নিশ্চিত হয়।

সব মিলিয়ে জটিল পরিস্থিতি পার করছে, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ তামা উত্তোলক দেশটি। করোনাভাইরাস মহামারীর পাশাপাশি গত এক শতকের মধ্যে সবচেয়ে নাজুক অর্থনৈতিক দশায় পড়ার শঙ্কার বিরুদ্ধেও লড়তে হচ্ছে পেরুকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button