
বাংলাদেশে শিগগরিই অফিস খোলার কোনো পরিকল্পনা নেই জানিয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সুশীল সমাজ ও বেসরকারি সংস্থার সঙ্গে অশিংদারিত্বের মাধ্যমে কাজ করবে বলে জানিয়েছে।
ফেসবুকের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের হেড অব সেফটি পলিসি অ্যাম্বার হকস আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশে আমাদের অফিস খোলার এই মুহূর্তে কোন পরিকল্পনা নেই। অফিস খোলার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ নই মানে এমন নয় যে আমাদের সম্পর্ক প্রতিশ্রুতিবদ্ধ নয়।”
“আমরা সম্প্রতি একজন পাবলিক পলিসি ম্যানেজার নিয়োগ করেছি। আমরা অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে বিনিয়োগ করছি। এনজিও, নিরাপত্তা নিয়ে কাজ করে এমন সংস্থা ও সিভিল সোসাইটি সংস্থার সঙ্গে কাজ করার ভাবছি। আমরা অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার বাড়ানোর পরিকল্পনার করছি।”
গত বছরের সেপ্টেম্বরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল ঢাকায় বৈঠক করে। ওই বৈঠকের পরে সরকারের প্রতিনিধি দল জানিয়েছিল, ফেসবুক বাংলাদেশে একটি অফিস খুলতে আগ্রহী ও তারা এখানে আঞ্চলিক প্রতিনিধি নিয়োগ দেবে।
গত মাসে ফেসবুকে বাংলাদেশি কনটেন্ট বিষয়ে যে কোনো সমস্যা দ্রুত সমাধানসহ বাংলাদেশের অংশ দেখাশোনার জন্য একজন বাংলাদেশি বাংলাভাষীকে পাবলিক পলিসি ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া প্রতিষ্ঠানটির অনুমোদিত সেলস পার্টনার নিয়োগ দেওয়া হয়েছে।