
ঢাকার সড়কে ঝুলে থাকা ক্যাবল টেলিভিশন ও ইন্টারনেটের ঝুলন্ত তারগুলো সড়কের উপর থেকে সরে যাচ্ছে। নভেম্বরের মধ্যে এসব তার যাবে মাটির নিচে। ফলে ডিসেম্বর থেকেই জঞ্জালমুক্ত সড়কের নতুন ঢাকা পাবে নগরবাসী।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনঢ় অবস্থানেই এবার বদলে যাচ্ছে ঢাকা শহর। ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, নভেম্বরের মধ্যে ইন্টারনেট ও ক্যাবল টেলিভিশনের সব ঝুলন্ত তার মাটির নিচে প্রতিস্থাপনে ঐকমত্যে উপনীত হয়েছেন।
সম্প্রতি নগর ভবনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও ক্যাবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নেতাদের সঙ্গে এক বৈঠকের পর ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ তথ্য জানান।
ব্যারিস্টার শেখ তাপস বলেন, তারের যে জঞ্জালে ঢাকা শহর সয়লাব, সে জঞ্জাল থেকে আমরা ঢাকা শহরকে মুক্ত করতে চাই।