ওয়াইফাইয়ের গতি ঠিক না থাকলে ইন্টারনেট ব্যবহার করে স্বস্তি পাওয়া যায় না। প্রয়োজনীয় কাজ সময়মতো সেরে ফেলা সম্ভব হয় না। এ কারনে সহজ উপায়ে ওয়াইফাইয়ের গতি বাড়ানোর উপায় দেখে নিতে পারেন।
- ইলেক্ট্রো ম্যাগনেটিক তরঙ্গ রাউটারের গতি কমিয়ে দেয়। সে ক্ষেত্রে বেশি গতির জন্য ব্যবহারকারীর উচিত সঠিক ও নিরাপদ স্থানে রাউটারটি রাখা। টিভিসহ অন্য গ্যাজেট রাউটার থেকে দূরে রাখুন।
- দীর্ঘক্ষণ টানা রাউটার চলার কারণে অনেক সময় ইন্টারনেটের সঠিক গতি মন্থর হয়ে যায়। তাই প্রতিদিন নিয়ম করে কাজে বসার আগে বা পরে অন্তত দশ মিনিটের জন্য রাউটারটি বন্ধ রাখলেও ভালো ফল পাওয়া যায়।
- নিজের অজান্তেই অন্য কেউ রাউটার হ্যাক করে ইন্টারনেট ব্যবহার করছে। অথচ ব্যবহারকারী না পাওয়ার কারণ ভেবে পায় না। সে ক্ষেত্রে রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করে নিরাপদ একটি পাসওয়ার্ড দিতে হবে।
- কিছু সাইটে সরাসরি প্রবেশ করা যায় না। এ ক্ষেত্রে অনেকে ভিপিএন ব্যবহার করেন। ভিপিএন ব্যবহারে ইন্টারনেটের গতি বেশ কমে যায়। কাজের জন্য ভিপিএন ব্যবহার বাধ্যতামূলক না হলে ব্যবহার থেকে বিরত থাকুন।
- পুরনো হার্ডওয়্যারের কারণেও ইন্টারনেট স্পিড ধীরগতির হতে পারে। তাই অবশ্যই আপগ্রেডেড মডেলের রাউটার ব্যবহার করুন।