
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সানিয়া মির্জা। বর্তমানে তিনি সুস্থ। নিজেই বিষয়টি জানিয়েছেন ভারতের সবচেয়ে বড় টেনিস তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্টে তিনি জানান কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে।
ছয়বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী সানিয়া লিখেছেন, ‘কোনও উপসর্গ না থাকলেও আমি কোভিড পজিটিভ হয়েছিলাম। সবচেয়ে কষ্টের ছিল, আক্রান্ত হওয়ার সময় আমাকে আমার ২ বছরের ছেলে আর পরিবারের থেকে আলাদা থাকতে হয়েছিল।’
করোনা শারীরিক ও মানসিক যন্ত্রণা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ভাবতেই পারি না রোগীরা কী করে অসুস্থ হয়ে পরিবারের সবাইকে ছেড়ে হাসপাতালে থাকেন। আমি অন্যদের গল্প শুনে ভয় পেয়েছিলাম। প্রতিদিন নতুন উপসর্গের সঙ্গে লড়াই করা শারীরিকভাবে যেমন কঠিন, তেমনই মানসিকভাবেও খুব কঠিন।’’
ভক্তদের সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে সানিয়া বলেন, ‘করোনা নিয়ে তামাশা নয়। আমি সব বিধি নিষেধ মেনে চলেও আক্রান্ত হয়েছি। আমাদের পরিবার আর বন্ধুদের রক্ষা করতে হবে। মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে।’