সাহিত্য

‘কবি জসীমউদ্‌দীন সাহিত্য পুরস্কার’ ২১শে ফেব্রুয়ারি

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেয়া হচ্ছে বাংলা একাডেমি ঘোষিত ‘কবি জসীমউদ্‌দীন সাহিত্য পুরস্কার-২০২১’।

৩১ ডিসেম্বর এ পুরস্কারে ভূষিত হয়েছেন বিশিষ্ট সাহিত্যিক ও ভাষাসংগ্রামী আহমদ রফিক। সে সময় বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয় শিগগির আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেয়া হবে।

২১ ফেব্রুয়ারি বেলা ১১টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে।

বাংলা কবিতায় কবি জসীমউদ্‌দীনের অনন্য অবদান স্মরণে বাংলা একাডেমি ২০১৯ সাল থেকে ‘কবি জসীমউদ্‌দীন সাহিত্য পুরস্কার’ দিয়ে আসছে। প্রতি দুই বছর অন্তর এ পুরস্কার দেয়া হবে। বাংলা ভাষা ও সাহিত্যের যেকোনো শাখায় সার্বিক অবদানের জন্য একজন খ্যাতিমান সাহিত্যিককে এ দ্বি-বার্ষিক পুরস্কার দেয়া হবে। পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button