করোনা তান্ডবে বিপর্যস্ত বিশ্ব। এখন পর্যন্ত ৭ কোটি ২১ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, মৃত্যুবরণ করেছে প্রায় ১৬ লাখ। আক্রান্ত ও মৃত্যুহার বাড়ছে যুক্তরাষ্ট্রে। যদিও এরই মধ্যে ক্লিনিক্যাল পরীক্ষায় তিনটি টিকা খুবই কার্যকর হয়েছে বলে দাবি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফাইজারের সঙ্গে জার্মান কোম্পানি বায়োএনটেক যে ভ্যাকসিন উদ্ভাবন করেছে তা ৯৫ শতাংশ কার্যকর।
ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, বাহরাইনসহ বিশ্বের অনেক দেশ এ টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে। গত সপ্তাহেই টিকা প্রয়োগ শুরু করেছে ইংল্যান্ড। যুক্তরাষ্ট্র সরকার শুক্রবার (১১ ডিসেম্বর) এই টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে। আজ সোমবার থেকে দেশটির নাগরিকরা পাচ্ছেন এ টিকা। দেশটির রাজ্যে রাজ্যে ইতোমধ্যেই পৌঁছুতে শুরু করেছে এই টিকা।
শুরুতে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, বয়স্ক ব্যক্তিদের দেওয়া হবে এ টিকা।
অন্য এক মার্কিন কোম্পানি মডার্নার টিকাও ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়েছে। শিগগির তারা কয়েকটি দেশে প্রয়োগের অনুমতি পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি অক্সফোর্ডের টিকা ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর বলে দাবি করা হয়েছে। যদিও তারা অনুমোদনের জন্য এখন পর্যন্ত কোন আবেদন জমা দেননি।