যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্র্যাটিক পার্টির জো বাইডেন দায়িত্ব নেয়ার পর করোনাভাইরাসের বিস্তার রোধকে অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছে তার দল।
স্থানীয় সময় গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে জানানো হয়, করোনা পরীক্ষার সংখ্যা আগের চেয়ে বাড়ানো হবে। সবাইকে মাস্ক পরতে বলা হবে।প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই কী পদক্ষেপ নেওয়া হবে, তার পরিকল্পনা করেছেন বাইডেন ও তার দল।
করোনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ছাড়াও দেশের অর্থনীতি, বর্ণবাদ মোকাবিলা ও জলবায়ু পরিবর্তনের ওপর জোর দেবে বর্ষীয়ান প্রেসিডেন্টের নেতৃত্বাধীন প্রশাসন।
ট্রাম্পের বিতর্কিত নীতি বাতিলের লক্ষ্যে বাইডেন প্রশাসনের এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রেসিডেন্ট স্বাক্ষরিত বেশ কিছু নির্বাহী আদেশের প্রয়োজন হবে। পরে তা কেন্দ্রীয় সরকারকে পাঠানো হবে, যার জন্য কংগ্রেসের অনুমোদনের দরকার হবে না।