
মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ভয়াবহ নাব্যতা-সংকটের কারণে বন্ধ রাখা হয়েছে লঞ্চ চলাচল। আজ সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখায় যাত্রীরা স্পিডবোটে করে পারাপার করছে।
লঞ্চের মালিক ও চালকেরা বলছেন, নৌপথের নৌ-চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় চ্যানেল অতিক্রম করতে গিয়ে লঞ্চ আটকে যাচ্ছে ডুবোচরে। গত দেড় মাসে অন্তত ৩০টি লঞ্চ ডুবোচরে আটকে দুর্ঘটনার শিকার হয়েছে। বেশ কিছু লঞ্চের তলা ফেটে গেছে। নৌপথে এ ধরনের দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
কাঁঠালবাড়ি লঞ্চঘাট সূত্র জানায়, প্রায় দুই মাস ধরে এই নৌপথে নাব্যতাসংকট থাকায় ব্যাহত হচ্ছিল লঞ্চ চলাচল। প্রতিটি লঞ্চের চালক বাঁশ দিয়ে পানির গভীরতা মেপে খুবই ঝুঁকি নিয়ে লঞ্চ চালাতেন। গত কয়েক দিন ধরে নৌ-চ্যানেলে পানি কমতে থাকায় লঞ্চের তলদেশ ডুবোচরে আটকে যাচ্ছে। আজ সকালে এই সংকট প্রকট আকার ধারণ করায় লঞ্চ মালিক সমিতির পক্ষ থেকে সাময়িক লঞ্চ চলাচল স্থগিত রাখা হয়।