
বাংলাদেশ থেকে কানাডায় অর্থপাচারের অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সচিবালয়ে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দুদককে তদন্ত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। দুদকের তদন্ত শেষ হলে নাম সামনে আসবে।’
বাংলাদেশ থেকে কানাডায় অর্থ পাচারের কিছুটা সত্যতা পেয়েছেন বলে সম্প্রতি এক অনুষ্ঠানে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এরপরই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, প্রাথমিক যে তথ্য পাওয়া গেছে তাতে টাকা পাচারের ক্ষেত্রে সরকারি কর্মচারীর সংখ্যাই বেশি।
এ বিষয়ে গত রোববার স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ একটি আদেশ দেন হাই কোর্টের একটি বেঞ্চ। এতে ১৭ ডিসেম্বরের মধ্যে অর্থপাচারকারীদের নাম ঠিকানা দাখিল করতে অর্থ সচিব, দুদক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।