
বছরের তৃতীয় প্রান্তিকে রীতিমতো ফুলে-ফেঁপে উঠেছে কানাডার অর্থনীতি। জুলাই থেকে সেপ্টেম্বরে দেশটির আর্থিক প্রবৃদ্ধি হয়েছে রেকর্ড পরিমাণ। বছর ঘুরতে না ঘুরতেই করোনাভাইরাস মহামারির ধাক্কা অনেকটাই সামলে উঠেছে দেশটি।
স্ট্যাটিসটিকস কানাডা প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত বছরের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়েছে ৪০ দশমিক ৫ শতাংশ। এর আগের প্রান্তিকে রেকর্ড ধস নেমেছিল দেশটির অর্থনীতিতে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কানাডার উৎপাদন কমে গিয়েছিল রেকর্ড ৩৮ দশমিক ১ শতাংশ। অর্থাৎ, তৃতীয় প্রান্তিকে তারা সেই ক্ষতি বেশ ভালোভাবেই পুষিয়ে নিয়েছে।
অর্থনীতিবিদদের ধারণা ছিল, তৃতীয় প্রান্তিকে কানাডার প্রবৃদ্ধি আরও বেশি হবে। এই তিন মাসে অর্থনীতি ৪৮ শতাংশ বাড়বে বলে আশা করেছিলেন তারা। তবে, মহামারির মধ্যেই করোনাপূর্ব অর্থনীতির প্রায় ৯৫ শতাংশ ফিরে পাওয়া যথেষ্ট আশাব্যঞ্জক।