
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এ বারের লড়াই শেষ পর্যায়ে। প্রথমবার ফাইনালে ওঠা দিল্লি ক্যাপিটালস চারবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে আজ রাত ৮টায়। ফাইনাল ম্যাচ শেষে পর্দা নামবে টুর্নামেন্টের। শেষ হবে সবচেয়ে বেশি রান ও উইকেট শিকারের লড়াই।
টুর্নামেন্টে জয়ী দলের জন্য ট্রফি থাকছে। এর সঙ্গে এখন আলোচনায় রয়েছে রান ও উইকেটের। সবচেয়ে বেশি রান সংগ্রহ করা ব্যাটসম্যান ও সবচেয়ে উইকেট শিকারি বোলারের জন্য রয়েছে বিশেষ পুরস্কার। তাদের দেওয়া হবে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ।
কে পাচ্ছেন অরেঞ্জ ক্যাপ তা নিয়ে যেমন আলোচনার শেষ নেই, তেমনি বেশি উইকেট নিয়ে কে পাচ্ছেন পার্পল ক্যাপ তা নিয়েও আলোচনা তুঙ্গে।
টুর্নামেন্ট প্রায় শেষ হলেও সবচেয়ে বেশি রান কার ব্যাট থেকে এসেছে তার হিসেব এখনো চূড়ান্ত হয়নি। তেমনি বেশি উইকেট শিকারি বোলারও অন্যদের থেকে নিজেকে আলাদা করতে পারেননি। পাঞ্জাবের লোকেশ রাহুল ও দিল্লি শিখর ধাওয়ানের মধ্যে অরেঞ্জ ক্যাপের লড়াই চলছে। রাহুল ৬৭০ রান নিয়ে সবার উপরে রয়েছেন। তারপর রয়েছেন দিল্লির শিখর ধাওয়ান (৬০৩)।
রাহুলের রান বাড়ানোর সুযোগ নেই। তার দল ফাইনালে নেই। তবে ধাওয়ানের সামনে সুযোগ আছে। ফাইনালে তিনি রাহুলকে টপকে অরেঞ্জ ক্যাপের মালিক হতে পারেন। মুম্বাইয়ের দুই ব্যাটসম্যান ইশান কিষান ও কুইন্টন ডি ককের সামনেও সুযোগ রয়েছে। তবে তাদের বেশ পেছন থেকে শুরু করতে হবে। দু’জনেরই রান ৪৮৩।
পার্পল ক্যাপের লড়াই দিল্লির কাগিসো রাবাদা ও মুম্বাইয়ের জসপ্রিত বুমরাহর মধ্যে সীমাবদ্ধ। রাবাদা ২৯ উইকেট নিয়ে সবার ওপরে। তার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন মুম্বাইয়ের জসপ্রিত বুমরাহ। তার উইকেট ২৭। মুম্বাইয়ের ট্রেন্ট বোল্ট রয়েছেন তৃতীয় স্থানে। তার উইকেট ২২।