আন্তর্জাতিক

কৃষিতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে: নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকের আয় বৃদ্ধি ও কাজের সুযোগ বাড়াতে দেশটির কৃষিখাতে বৃহত্তর বেসরকারি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তার সরকার নীতিগতভাবে কৃষকের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ।

ভারতীয় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৯৩তম বার্ষিক কনভেনশনে মোদি বলেন, ব্যবসায়ী নেতাদের সামনে আমি এই কথা বলতে চাই যে, কৃষিখাতে বেসরকারি বিনিয়োগ যে পরিমানে হওয়ার কথা ছিল দুর্ভাগ্যবশত তা হয়নি। বেসরকারিভাবে এ খাত যেভাবে বিকশিত হওয়ার কথা ছিলো তা হয়নি।

ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে মোদি যখন ভাষণ দিচ্ছিলেন তখন দিল্লির রাস্তায় বিক্ষোভ করছিলো ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো কৃষক।

ব্যবসায়ী নেতাদের উদ্দেশে মোদি বলেন, আমাদের ভালো কোল্ড স্টোরেজের অভাব রয়েছে। বেসরকারি খাতের বিনিয়োগ ছাড়া সরবরাহ ব্যবস্থা বড়জোর একটা সীমিত পর্যায় পর্যন্ত নিরবচ্ছিন্ন রাখা সম্ভব হয়। সারের অভাবও আপনারা দেখেছেন। আপনারা জানেন, ভারতকে কী পরিমান সার আমদানি করতে হয়। কৃষিতে এরকম সমস্যাগুলো সমাধান করতে কেন্দ্রীয় সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এখানে আপনাদের আগ্রহ ও বিনিয়োগ, উভয়ই লাগবে। আমি বিশ্বাস করি, কৃষিভিত্তিক অনেক বেসরকারি প্রতিষ্ঠান বেশ ভালো কাজ করছে, কিন্তু এটা পর্যাপ্ত নয়।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের উৎপাদিত ফল ফসল ও সবজিতে বিনিয়োগ করা গেলে তাদের আয় বাড়বে ও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি বলেন, পল্লী অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প বিকাশের সুযোগ রয়েছে। সরকারের বর্তমান নীতিমালা কৃষিভিত্তিক শিল্প বিকাশের পক্ষে সহায়ক। তিনি বলেন, সরকার সিদ্ধান্ত ও নীতিগতভাতে কৃষকের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ।

নরেন্দ্র মোদি বলেন, সাম্প্রতিক কৃষি সংস্কার নীতিমালায় কৃষকের জন্য বাজার সৃষ্টি, নতুন সুযোগের দ্বার উন্মোচন এবং আধুনিক কারিগরী প্রযুক্তির ক্ষেত্রে বিরাজমান বাধা অপসারণে গুরুত্বারোপ করা হয়েছে। তিনি বলেন, কৃষি খাত ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্য খাতের মধ্যে আমরা সুস্পষ্ট একটা প্রাচীর দেখতে পেয়েছি। এটা হওয়া উচিত কৃষি অবকাঠামো ভিত্তিক- যেখানে অন্তর্ভুক্ত থাকবে খাদ্য প্রক্রিয়াকরণ সংরক্ষণাগার ও ভালো সরবরাহ ব্যবস্থা। এখন এগুলোর মধ্যে বিরাজমান সব বাধা অপসারণ করা হচ্ছে। এসব বাধা অবসানের পর কৃষকরা পাবেন নতুন বাজার, তাদের সামনে খুলে যাবে নানা বিকল্প এবং কারিগরী সহযোগিতা প্রাপ্তির মাধ্যমে তারা লাভবান হবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button