প্রযুক্তি

কোভিড-১৯ টিকার আপডেট জানাবে অ্যাপ

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধের টিকা নিয়ে তৎপর অনেক দেশের মতো ভারতও। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টিকার অগ্রগতির খোঁজ নিচ্ছেন নিয়মিত।

টিকার সার্বিক খোঁজ-খবর নিতে তিনি দেশের তিনটি শহর ইতিমধ্যে সফরও করছেন। এরই মধ্যে দেশটির কেন্দ্রীয় সরকার টিকা সম্পর্কে বিস্তারিত জানতে মোবাইল অ্যাপ চালু করার খবর জানিয়েছে।

এ অ্যাপ ব্যবহার করে টিকা সংক্রান্ত যাবতীয় খবর পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। অ্যাপটি দিয়ে জানা যাবে, কতদিনের মধ্যে টিকা পাওয়া যাবে, কীভাবে টিকা পেতে পারেন, দাম কেমন হবে, কোন শহরে কীভাবে বণ্টন হবে ইত্যাদি।

ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, এই অ্যাপ সরকার ও জনসাধারণের মধ্যে সেতুর মতো কাজ করবে।

প্রথমে নামসহ যাবতীয় তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে অ্যাপটিতে। এরপর টিকা সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যাবে। কতজন একসঙ্গে টিকা নিতে পারবে ও কোন সময়ে পাবে, এ সম্পর্কে ভারতের নাগরিকরা অ্যাপ থেকে জানতে পারবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button