গত বছর বেশ জোরালোভাবেই ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালিত হয়। এরপর প্রকাশ্যে ক্যাসিনো পরিচালনার খবর কমই পাওয়া গেছে। তবে অভিজাত এলাকায় ক্যাসিনোর আদলে চলছে ‘রামি’ নামের জুয়া। আর যেসব জায়গায় এ খেলা চলছে, সেখানে অবাধে বিক্রি হচ্ছে মাদক।
জানা গেছে, উত্তরার বিভিন্ন ক্লাব ও বাসায় রাত-দিন ক্যাসিনোর আদলে রামি জুয়া খেলা চলে। জুয়ার আসরে প্রতিদিন লেনদেন হচ্ছে লাখ লাখ টাকা। দশ পনেরো মিনিটের প্রতিটি গেম এক হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত। সেখানে খেলতে আসা জুয়াড়িদের জন্য রয়েছে মাদক সেবনের ব্যবস্থা। রাত-দিন টানা খেলার কারণে অনেকের মাদক সেবনের প্রয়োজন হয়। মাদকের ব্যবস্থা করে রাখেন জুয়ার আসর পরিচালনাকারীরা।
বিমানবন্দর, উত্তরা পূর্ব ও পশ্চিম থানা এলাকায় এ রকম বেশ কয়েকটি ক্লাব রয়েছে, যেখানে জুয়ার আদলে ‘রামি’ খেলা হয়।