ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর বাংলাদেশের এবার যাবে পালা নিউজিল্যান্ডে। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা।
এর আগে করোনাভাইরাসের টিকা নেবে তারা। সে টিকা তারা নেবেন ১৮ ফেব্রুয়ারি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান ইতিমধ্যে জানিয়েছেন, টিকা নিতে বাধ্য করা হবে না কাউকে। ‘ক্রিকেটারদের কাউকে টিকা নিতে বাধ্য করা হচ্ছে না। যে খুশি নিতে পারে’, বলেন তিনি।
বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, খেলোয়াড়দের ১৬ ফেব্রুয়ারি টিকা দেয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। বলেন, ‘খেলোয়াড়দের ১৬ তারিখে টিকা দেয়ার কথা ছিল। তবে টেস্ট এক দিন আগে শেষ হয়ে যাওয়ায় অনেকেই বাসায় ফিরে গেছেন। এ জন্য আমরা ১৮ তারিখ পর্যন্ত সময় নিয়েছি। সব ঠিক থাকলে ওদিনই টিকা নেবে সবাই’।
তিনি আরও জানান, আগে টিকা পাবেন নিউজিল্যান্ড সফরে দলে থাকা ক্রিকেটাররা। বিসিবির প্রধান চিকিৎসক বলেন, ‘এখনও চূড়ান্ত না কতজন টিকা নেবেন। আমরা একটা তালিকা করছি। সেটি ১৭ তারিখে চূড়ান্ত হবে। শুরুতে জাতীয় দলের ক্রিকেটাররা টিকা পাবেন। যারা নিউজিল্যান্ড সফরের দলে থাকবেন তারা পাবেন।’
২০ মার্চ শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডের পর তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।