
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাকে আপাতত হাসপাতালে নেওয়ার প্রয়োজন নেই।
শনিবার রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা ভালো। স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন, অক্সিজেন লাগছে না।
ডা. এফ এম সিদ্দিকী বলেন, আপাতত খালেদা জিয়াকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে। তবে প্রয়োজন হলে তাকে হাসপাতাল নেওয়ার প্রস্তুতি রয়েছে।