গুগলের জনপ্রিয় সেবাগুলোর মধ্যে রয়েছে জিমেইল, গুগল ড্রাইভ ও গুগল ফটোজ। এ সেবাগুলোর ব্যবহারকারীদের সতর্ক হওয়ার সময় এখন। জিমেইল, ড্রাইভ ও ফটোজে থাকা আপনার যাবতীয় কনটেন্ট মুছে ফেলা হতে পারে বলে জানিয়েছে গুগল।
টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছে, ব্যবহারকারীরা নতুন নিয়ম না মানলে তাদের কনটেন্ট মুছে ফেলা হতে পারে। জিমেইল, গুগল ড্রাইভ (গুগল ডক, শিট, স্লাইড, ড্রয়িং, ফ্রর্ম ও জ্যামবোড ফাইল) ও গুগল ফটোজ সেবার জন্য নতুন স্টোরেজ নীতিমালা করা হয়েছে।
গুগলের ব্যাখায় বলা হয়েছে, আপনার কনটেন্ট তখনই ঝুঁকির মধ্যে পড়বে যদি আপনি দুই বছরের মধ্যে একবারও জিমেইল, ড্রাইভ, ফটোজ ব্যবহার না করেন কিংবা স্টোরেজ সীমা দুই বছরের ধরে অতিক্রম করে থাকেন।
জিমেইল/ড্রাইভ/ফটোজে দুই বছর নিষ্ক্রিয় থাকলে, যেটিতে নিষ্ক্রিয় রয়েছেন সেটিতে থাকা আপনার যাবতীয় কনটেন্ট মুছে দেবে গুগল। স্টোরেজ সীমা দুই বছরের ধরে অতিক্রম করে থাকলেও আপনার জিমেইল, ড্রাইভ বা ফটোজ কনটেন্ট মুছে দেবে প্রতিষ্ঠানটি। তবে কনটেন্ট মুছে ফেলার আগে একাধিকবার সতর্কতামূলক নোটিফিকেশন পাঠাবে। কনটেন্ট ডিলিট করার কাজটি ২০২৩ সালের জুলাই থেকে বাস্তবায়ন শুরু করবে গুগল।