১৬ থেকে ২৪ জানুয়ারি ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে ৫১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এতে তানভীর মোকাম্মেলের ‘রূপসা নদীর বাঁকে’-র ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
চলতি বছর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদযাপন হবে। এ উপলক্ষে গোয়া চলচ্চিত্র উৎসবে তানভীর মোকাম্মেলের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জীবনঢুলী’-র একটি বিশেষ প্রদর্শনী হবে।
পাশাপাশি ২১ জানুয়ারি আইজেনস্টাইন সিনে ক্লাবের উদ্যোগে কলকাতার গোর্কি সদনে অনুষ্ঠিত হবে ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটির একটি বিশেষ প্রদর্শনী।
গোয়া চলচ্চিত্র উৎসব ও কলকাতার প্রদর্শনীতে অংশ নেয়ার জন্য চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল ছবিটির প্রধান সহকারী পরিচালক ও শিল্পনির্দেশক উত্তম গুহ, সম্পাদক মহাদেব শী ও ছবিটির কাস্টিং ডিরেক্টর ও কস্টিউমের দায়িত্বে থাকা অভিনেত্রী চিত্রলেখা গুহ গোয়ায় যাবেন।
১৬ জানুয়ারী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন তাঁরা।