ক্রীড়া

গ্রেগ বার্কলে আইসিসির নতুন চেয়ারম্যান

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন পাকিস্তানের ইমরান খাজা। তাকে পরাজিত করে নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেগ বার্কলে।

ভারতের শশাঙ্ক মনোহারের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছিলেন ইমরান খাজা।

আইসিসি’র চেয়ারম্যান নির্বাচনে ভোটিং হয়েছে দুইবার। প্রথমবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের ভোট পাননি বার্কলে। দ্বিতীয়বার প্রোটিয়াদের ভোট পেয়ে ১১ ভোট পূরণ করেছেন তিনি। এখন ইমরান খাজার কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন তিনি।

গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনের নিয়মে বলা ছিল, ১৬ ভোটের মধ্যে অন্তত দুই-তৃতীয়াংশ (১১ ভোট) পেয়ে জয়ী হতে হবে। প্রথম দফায় ১০-৬ ব্যবধানে এগিয়ে থেকেও জয়ী হতে পারেননি বার্কলে। তবে দ্বিতীয় দফায় দক্ষিণ আফ্রিকার ভোট পেয়ে কোটা পূর্ণ করেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান।

আইসিসির সভাপতি নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করে বার্কলে বলেছেন, ‘আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হওয়া বড় সম্মানের। আমার ওপর আস্থা রাখায় আইসিসির অন্য পরিচালকদের ধন্যবাদ জানাই। আশা করি, সবাই মিলে ক্রিকেটকে আরও ভালো অবস্থানে নিতে পারব।’

গ্রেগ বার্কলে পেশায় আইনজীবী। ২০১২ সাল থেকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন আইসিসির সভাপতি নির্বাচিত হওয়ায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে তিনি পদত্যাগ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button