
কয়েক বছর ধরে নানা কারণে আলোচিত ও সমালোচিত ক্রিকেটার নাসির হোসেন। বিয়ে করেও সেটি থেকে রক্ষা পাননি। অভিযোগ রয়েছে, তামিমা তার স্বামী রাকিব হাসানকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন।
এ অভিযোগ এনে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরিও করেছেন রাকিব। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস সাধারণ ডায়রির (জিডি) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নাসিরের বউ তামিমার বিরুদ্ধে জিডি হয়েছে। কাগজে সে রাকিবের রানিং বউ। একটা সন্তান আছে। রাকিবের ফার্নিচার তামিমার কাছে। ডিভোর্স না দিয়েই রাকিবের সঙ্গে চলমান সংসার রেখে নাসিরকে বিয়ে করে তামিমা বলে অভিযোগ করেছেন রাকিব।’
তবে এত কিছুর মধ্যেও থেমে থাকেনি নাসিরের বিয়ের শোরগোল। শনিবার হয়েছে তাদের বিয়ের বৌ-ভাত বা রিসেপশন।
আজ রোববার নাসির ও তামিমার বৌ-ভাতের ছবি প্রকাশ করে ‘ড্রিম ওয়েভার’ নামে একটি ওয়েডিং প্ল্যানার সার্ভিস।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নাসিরের স্ত্রী পেশায় একজন কেবিন ক্রু। কাজ করেন বিদেশি একটি এয়ারলাইনসে। বিয়ের অনুষ্ঠানে পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। নাসিরের বিয়ের অনুষ্ঠানে অনেক ক্রিকেটারও উপস্থিত ছিলেন।