আন্তর্জাতিক

চলতি বছর আফগানিস্তানে হতাহত ৬ হাজার বেসামরিক: জাতিসংঘ

চলতি বছরের প্রথম নয় মাসে আফগানিস্তানে প্রায় ছয় হাজার বেসামরিক হতাহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। মূলত তালেবান বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীগুলোর তীব্র লড়াইয়ে এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে সংস্থাটি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শান্তি প্রচেষ্টার উদ্যোগ সত্ত্বেও এ সময়টিতে বিদ্রোহীদের তৎপরতা বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ইউএন অ্যাসিসট্যান্স মিশন ইন আফগানিস্তানের (ইউএনএএমএ) ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে পাঁচ হাজার ৯৩৯ জন হতাহত হয়েছেন, এদের মধ্যে দুই হাজার ১১৭ জন নিহত ও তিন হাজার ৮২২ জন আহত।

“বেসামরিকদের ওপর ধ্বংসাত্মক প্রভাব বিস্তারে উচ্চ মাত্রার সহিংসতা অব্যাহত রয়েছে, আফগানিস্তান এখনও বেসামরিকদের জন্য বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী স্থানগুলোর মধ্যে রয়েছে,” ত্রৈমাসিক প্রতিবেদনে বলেছে মিশনটি।

গত বছরের একই সময়ের তুলনায় এবার হতাহতের সংখ্যা ৩০ শতাংশ কম হলেও ইউএনএএমএ বলছে, গত মাসে কাতারের রাজধানী দোহায় সরকারি ও তালেবান মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনা শুরু হওয়ার পরও সহিংসতা কমেনি।

বেসামরিক হতাহতের ৪৫ শতাংশ ঘটনার জন্য তালেবান, ২৩ শতাংশের জন্য সরকারি সেনারা ও ২ শতাংশের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী দায়ী বলে জানিয়েছে তারা।

অবশিষ্ট অধিকাংশ হতাহতের ঘটনা দুই পক্ষের গোলাগুলির মাঝে পড়ে যাওয়ার কারণে অথবা ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের কারণে বা ‘অনির্ধারিত’ সরকারবিরোধী অথবা সরকারপন্থি বিভিন্ন উপদলের হামলার কারণে ঘটেছে, বলছে তারা। হতাহতের অধিকাংশ ঘটনা ঘটেছে স্থলযুদ্ধে, এরপর আত্মঘাতী ও রাস্তার পাশে পেতে রাখা বোমা হামলায়, তারপর তালেবানের পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডে এবং আফগান বাহিনীর বিমান হামলায়, বলেছে জাতিসংঘ মিশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button