জাতীয়

চলন্ত অবস্থায় চালকের গলা কেটে ভ্যান ছিনতাই

নড়াইল সদর উপজেলায় জামির শেখ (৩৮) নামের এক ভ্যানচালকের গলা কেটে তাঁর ভ্যান ছিনিয়ে নিয়ে গেছে এক দুর্বৃত্ত।

গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রোববার রাত ১০টার দিকে সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নড়াইল শহরের দুর্গাপুর এলাকার আবদুল জলিল শেখের ছেলে জামির।

জামির শেখের স্বজনেরা বলেন, জামির আজ সোমবার সকাল থেকে অল্প অল্প করে কথা বলতে পারছেন। জামির তাঁদের জানিয়েছেন, শহরের রূপগঞ্জ এলাকা থেকে এক ব্যক্তি যাত্রীবেশে তাঁর মোটরচালিত ভ্যানে ওঠেন। তাঁকে হিজলডাঙ্গা এলাকায় নিয়ে যান। সেখানে চলন্ত ভ্যানে পেছন থেকে তাঁর গলায় ছুরি চালান ওই দুর্বৃত্ত। এরপর ভ্যান ছিনিয়ে নিতে গেলে ধস্তাধস্তি হয়। ভ্যানটি ছিনিয়ে নেওয়ার পর স্থানীয় লোকজন ও পুলিশ তাঁকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে নড়াইল সদর হাসপাতালে নেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত কুমার নাগ তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিতে বলেন। রাতেই তাঁকে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তাঁর বেশ রক্তক্ষরণ হয়েছে। তবে শ্বাসনালি কাটেনি বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ ইমরান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্বৃত্তদের ধরতে ও ভ্যান উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button