দিনাজপুর সদর উপজেলায় মুক্তার হোসেন (৩০) নামে এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
আজ সকাল সাড়ে আটটার দিকে দিনাজপুর সদর উপজেলার তিন নম্বর ফাজিলপুর ইউনিয়নের ভাটিনা এলাকার গর্ভেশ্বরী নদীর পাশ থেকে লাশটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশটি দিনাজপুর এম. আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত মুক্তার হোসেন ফাজিলপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের খাইবার আলীর ছেলে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। তিনি জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশ থেকে রক্তমাখা একটি কাঠের টুকরা উদ্ধার করা হয়েছে। ওই কাঠের টুকরা দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চুরি হওয়া ইজিবাইক উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান চালানো হচ্ছে বলেও জানান ওসি।