
চালক ছাড়া ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে চলবে গাড়ি। চলতি বছর জুক্স (Zoox) নামের একটি সংস্থাকে অধিগ্রহণ করেছে অ্যামাজন। এতে গতি পেয়েছে জুক্স্রের প্রজেক্ট। এ প্রজেক্টের নাম দেয়া হয়েছে, চালকহীন গাড়ি তৈরি। এবার সেই সেল্ফ ড্রাইভিং গাড়ির ভিডিও সম্প্রতি প্রকাশিত হয়েছে।
প্রস্তুতকারী সংস্থার তরফে জানা গিয়েছে, এই সেল্ফ ড্রাইভিং রোবোট্যাক্সিতে সিটের সংখ্যা হবে চার।
ইলেকট্রিক গাড়িটি হবে বাই-ডিরেকশনাল। অর্থাৎ, একে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডে সমানে চালানো যাবে। এর ছোট স্টাইলিশ চাকাগুলোও বেশ আকর্ষণীয়, যা গাড়িটিকে গন্তব্যে পৌঁছে দিতে কিংবা যথাসময়ে গাড়ি পার্ক করাতেও সাহায্য করে।
কোনো চালক বা স্টিয়ারিং হুইল ছাড়া দ্রুতগতিতে ছুটবে গাড়িটি। এ ক্ষেত্রে ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ মাইল বা ১২০ কিলোমিটার বেগে চলতে পারে জুক্স। অনেকে একে রোবোট্যাক্সি নাম দিয়েছেন। এটি মূলত ব্যাটারিচালিত। এজন্য গাড়িটির মধ্যে ১৩৩ কিলোওয়াট ব্যাটারি ইনস্টল করা হয়েছে।
সম্পূর্ণ চার্জ করা হলে ১৬ ঘণ্টা পর্যন্ত চলতে পারে গাড়িটি। সংস্থার দাবি, ব্যাটারি যদি ঠিকভাবে চার্জ করা হয়, তা হলে কোনো ব্রেক ছাড়া প্রায় সারাদিন চলতে পারবে গাড়িটি।
গাড়িটির মধ্যে একাধিক ফিচার ও টেকনোলজি ইনস্টল করা হয়েছে। রয়েছে এআই প্রযুক্তি। এর ট্র্যাফিক ম্যানেজমেন্ট সিস্টেম আগাম বিপদ সম্পর্কে নিজে থেকেই সচেতন করে গাড়িটিকে।