
বাড়ির জমি নিয়ে বিরোধে ভাইদের মধ্যে মারামারিতে আহত তাদের বড় ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা যাওয়ার পর রাতে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মোহাম্মদ আকাশ (২২) আসামি নাসের আলীর ছেলে নিহতের ভাতিজা।
নিহত কাওসার আলী (৪৮) চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিহি গ্রামের আব্দুর রহমানের ছেলে।
দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান জানান, ডিহি গ্রামের আব্দুর রহমানের তিন ছেলে, কাওসার আলী (৪৮), নাসের আলী (৪০) ও তাছের আলী (৩৫)। জমি নিয়ে তিন ভাইয়ের বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে।
২ নভেম্বর দুপুরে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বড় ভাই কাওসার গুরুতর আহত হন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় কাওসার আলী মারা যান।
এ ঘটনায় নিহত কাওসারের বড় ছেলে রুবেল হোসেন বাদী হয়ে দর্শনা থানায় হত্যা মামলা করেছেন। কাওসার মারা যাওয়ার খবর পেয়ে অন্য ভাইরা পালিয়ে গেছেন।