
ছয় বছর পর নতুন গান নিয়ে হাজির হয়েছে হেভি মেটাল ব্যান্ড ‘মিনার্ভা’। নতুন গানের নাম ‘দৈত্য’। এর আগে ‘বিদায় সংবিধান’ অ্যালবামের মাধ্যমে দ্রুত হেভি মেটাল ফ্যানদের আকাশছোঁয়া প্রত্যাশা পূরণের আভাস দিয়েও দীর্ঘ ছয় বছরের বিরতি নেয় ব্যান্ডদলটি।
এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, ‘দৈত্য’ গানটির প্রোডাকশনের পাশাপাশি গানটিতে দুর্দান্ত সলো গিটার বাজিয়েছেন সুলতান রাফসান খান। কণ্ঠ দিয়েছেন ব্যান্ডটির ভোকাল ইশমি। অসামান্য নৈপুণ্যে গানটির রিফ ছাড়াও মিউজিক ভিডিওর স্পেশাল ইফেক্টস ও ভিএফএক্স প্রোডাকশনে নতুন রূপে ভক্তদের সামনে হাজির হয়েছেন ব্যান্ডটির গিটারিস্ট গালিব। গানটি লিখেছেন মিনার্ভার বেজিস্ট তাসকিন আলি।
মিউজিক ভিডিওটি নির্মাণ করেছে রংমিস্ত্রী হাউস ও সহযোগিতায় ছিল বিবিএমএফসি, হ্যাঙ্গার ১৮। গানটি স্পন্সর করেছে ক্র্যায়ন ম্যাগ ও গানটির পাবলিক রিলেশনস পার্টনার হিসেবে রয়েছে ব্যাকপেজ পিআর।
গানটির মিউজিক ভিডিও দেখা যাবে মিনার্ভার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ও এর লিরিকসসহ শুনতে ডাউনলোড করতে হবে ‘গান’ অ্যাপ।
২০১৩ সালে নিজেদের প্রথম অ্যালবাম ‘বিদায় সংবিধান’ অ্যালবামের মধ্য দিয়ে দেশের হেভি মেটাল ভক্তদের মনে স্থান করে নেয় ঢাকার আন্ডারগ্রাউন্ড কনসার্টের পরিচিত মুখ ‘মিনার্ভা’।